May 31, 2023, 7:51 am

মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে সরকার

ডেস্ক নিউজ: করোনার সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রীরাও ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সচিব বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে করোনা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে বিশেষভাবে নজর দিচ্ছেন। সবাই যাতে একটু সতর্ক হন, সবাই যেন মাস্ক ব্যবহার করে সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি, তাহলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক কম। জনবহুল এলাকা, মসজিদ, দুর্গাপূজার অনুষ্ঠানে কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে।’

এ বিষয়ে মাঠ প্রশাসনকে কোনো নির্দেশনা দেওয়া হবে কি-না’ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে বলেছি, ইসলামিক ফাউন্ডেশনকে বলে দিয়েছি তারা যেন ইমামদের মাধ্যমে সব মসজিদ থেকে অন্তত জোহর ও মাগরিবের নামাজের পর মাইক বা সামনাসামনি নামাজের সময় সচেতন করেন। প্রত্যেকটি মসজিদ, অন্যান্য বাজার বা গণজমায়েত হয়—এমন স্থানে যাতে লেখা থাকে যে, অনুগ্রহ করে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না।’ প্রয়োজনে হলে মোবাইল কোর্টও পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD