নিজস্ব প্রতিবেদক
নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর পিতা আলহাজ্ব মীর মোজামেল আলী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন) করেছেন।
শনিবার (৪ জুন) দুপুর পৌনে তিনটায় ফতুল্লা থানা গেইটের বিপরীতে নিজ বাস ভবন প্রিয় ভবনে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৮০।মৃত্যকালে ৩ ছেলে ও ৪ মেয়ে,নাতি- নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন । আওয়ামীলীগের এ নেতার বাবার মৃত্যুতে ফতুল্লাঞ্চলের আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজের জানাযা আজ শনিবার এশার নামাজের পর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে, মীর মোজাম্মেল আলীর মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাব গভীর শেঅক প্রকাশ করেছেন। শোক বার্তায় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply