December 9, 2023, 11:51 am
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট বক্তৃতা নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পরেছে। নাসিক মেয়র আইভী ওসমান পরিবারকে ইঙ্গিত করে এবং শাহ নিজামকে সন্ত্রাসী বলা নিয়ে পুরো জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন সরকারী একটি প্রতিষ্ঠানের বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় মেয়রের এমন বিতর্কীত মন্তব্য করা ঠিক হয়নি। তিনি সব জায়গায় একই ধরনের বক্তব্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে বিতর্কীত করার চেষ্টা করে যাচ্ছেন। ফলে আওয়ামী লীগে বিরোধ থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওসমান পরিবারের সমর্থকরাও আওয়ামী লীগ করেন। তারা মেয়রকে নিয়ে তেমন উচ্চ বাচ্য না করলেও মেয়র নিজ থেকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কখনো সরকারের বিরুদ্ধেকথা বলেন, আবার কখনো ওসমান পরিবার কিংবাঐ পরিবারের সাথে সংশ্লিষ্টদের জড়িয়ে বিতর্কীত মন্তব্য আওয়ামী লীগের বিরোধকে আরো বেশী সহিংসতার দিকে ঢেলে দিচ্ছে। এসব বিতর্কীত বক্তব্য কিংবা মন্তব্য করা থেকে মেয়র আইভীর বিরত থাকা প্রয়োজন।
সূত্রমতে, গত শনিবার শহরের ২ নং গেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে দলের বর্ধিত সভায় মেয়র আইভী ওসমান পরিবারকে ইঙ্গিত করে বক্তব্য রাখেন আবার দলের ভেতরে ঐক্যের কথাও বলেন। গতকাল রোববার নাসিকের বাজেট বক্তৃতায় মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এবং নিয়াজুলকে সন্ত্রাসী আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন। এছাড়া ওসমান পরিবারকে ইঙ্গিত করেও বক্তব্য রেখেছেন। তবে কম যায়নি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামও। তিনি মেয়র আইভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মেয়রকে মানষিক রোগী বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন মেয়র মানষিক প্রতিবন্ধি না হলে এমন মন্তব্য করতে পারেন না। কারণ তিনি যে দল করেন আমিও সে দলই করি। তারমতে, কুকুর মানুষকে কামড় দিলে কুকুরকে কামড় দেয়াটা কোন মানুষের শোভা পায়না, এটা হিউম্যান ন্যাচারেও পরেনা।
রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, এভাবে পাল্টাপাল্টি বক্তব্যের ফলে আওয়ামী লীগের রাজনীতিতে উত্তাপ বাড়বে ছাড়া কমবে না। তাছাড়া মেয়র আইভী একজন দায়িত্বশীল ব্যাক্তি হয়ে একটি সরকারী প্রতিষ্ঠানের প্রধান হয়ে এমন বক্তব্য তার হিনমন্যতারই বহিঃপ্রকাশ। তবে আওয়ামী লীগের রাজনীতির উত্তাপ কমাতে হলে এসব বিতর্কীত কর্মকান্ড থেকে সাবইকে বিরত থাকতে হবে।
Leave a Reply