নারায়ণগঞ্জের খবরঃ সাবেক ডিবি প্রধান হারুনের কথিত ক্যাশিয়ার এবং কিশোরগঞ্জ নিকলী উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোকাররম সরদারকে(৪৫) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোকাররম সরদারের বিরুদ্ধে ফতুল্লায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, মোকাররম সরদার ফতুল্লা আলীগঞ্জে লেবার সরদার হিসেবে পরিচিত। শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের সঙ্গে সখ্যতা রেখে বুড়িগঙ্গায় জাহাজ থেকে লোড-আনলোডের সময় চুরি করে রাখা চাল, ডাল, গম, পাথর, কয়লা, সার বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এছাড়াও সাবেক ডিবি প্রধান হারুন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে থাকাকালে আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে মোকারম সরদারের লেবার অফিসে তার আনাগোনা ছিল প্রতিনিয়ত। হারুনের প্রভাবেই কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোকররম হারুনের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।
Leave a Reply