শহর প্রতিনিধি: এবার ২’শ রিকশাচালকদের মাঝে এক বেলার রান্না করা খাবার বিতরণ করেছেন মহানগর যুবদল নেতা সিকদার বাপ্পী। শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের আমবাগান এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাব্বির আহাম্মেদ শহিদ, রবিন খাঁন, রকি, বিপ্লব, ঢাকাইয়া মামুন, তানবির, হাসান, সাহিদ, আলম, জাকির, আরমান, জুম্মান, ফয়সাল, পায়েল, তয়ন, মনির, বাদশা, ইসমাইল, কবির মাইজভান্ডারি, মুন্না, রাকিব, শাওন, আমান ভূঁইয়া প্রমূখ।
এর আগে, করোনায় কর্মহীন প্রায় ৫’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও করোনার শুরুতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ বিভিন্ন উপকরন বিতরণ সিকদার বাপ্পী। এ ব্যাপারে সিকদার বাপ্পী বলেন, ‘মানুষ যদি মানুষের পাশে না দাড়ায় তবে কে দাড়াবে। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ দিয়েছেন তাই দিয়ে যতদুর পারা যায় অসহায়, সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষের পাশে যেন দাড়াতে পারি। মানুষের সেবার করার মাঝেই তো শান্তি রয়েছে। ‘
Leave a Reply