নিজস্ব প্রতিবেদক:ফতুল্লায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের ঘটনায় মোঃ মহসিন(২৭) নামক আরো একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এ নিয়ে রুবেল হত্যা কান্ডের ঘটনায় গ্রেফতারকৃত মহসিন কে মোট নয়জন কে গ্রেফতার করলো পুলিশ।
বুধবার দিবাগত ভোর রাতে ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মহসিন লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আব্বাস উদ্দিনের পুত্র ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান এলকার প্রবাসীর বাড়ীর ভাড়াটিয়া।
এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই হত্যা মামলার এজাহারনামীয় ছয় আসামী সম্রাট, সেলিম,আলী, রাকিব ওরফে টাইগার শিমুলও বিজয় কে এবং জড়িত থাকার সন্দেহে মনির হোসেন ও শাহতাজ সহ মোট আটজন কে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত ভোররাত চারটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে মহসিন কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মহসিন মামলার অন্যতম আসামী গ্রুপ লিডার বড় ভাই জামানের প্রধান সহোযোগি বলে জানায় পুলিশ।
জানা যায়,নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে সেমবার সন্ধ্যায় জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র ক্লাব ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মঙ্গলবার (২৯ জুন) ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, রুবেল হত্যা মামলায় গ্রেফতারকৃত মহসিন সহ সর্বমোট নয়জন কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত মহসিন জামানের অন্যতম সহোযোগি।গ্রেফতারকৃত মহসিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply