মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে জনতার গণপিটুনিতে অজ্ঞাত এক গরু চোর নিহত হয়েছে। রোববার ভোর ৪ টার দিকে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা গরু বোঝাই করা কাভার্ডভ্যানটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এসময় ৩টি গরু ও পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। গরু চোরকে বাঁচাতে গিয়ে কালীগঞ্জ থানার এসআই ও এ সিপাহী আহত হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শণিবার রাতে কালীগঞ্জ থানার বৃত্তল এলাকা থেকে একদল গরু চোর কাভার্ডভ্যানে করে ৩ টি গরু চুরি করে গাজীপুর বাইপাস সড়ক দিয়ে রূপগঞ্জের দিকে আসতে থাকে। কালীগঞ্জ থানা পুলিশ কাভার্ডভ্যানসহ গরুচোরদের ধাওয়া করতে থাকেন। গরুর চোরেরা কাভার্ডভ্যানটি নিয়ে রূপগঞ্জ উপজেলার বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ডে পৌছালে পুলিশ সদস্যরা চোর চোর বলে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় জনতা চোর চোর চিৎকার শুনতে পেয়ে গরুর চুরির কাভার্ডভ্যানটি আটক করেন। স্থানীয়রা একজন চোরকে ধরতে পারলেও বাকী চোরেরা পালিয়ে যায়। উত্তিজিত জনতা এলোপাথারিভাবে ওই গরু চোরকে গনপিটুনি দেয়। এসময় কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল বাসেদ ও কয়েক পুলিশ সদস্য চোরকে জনতার গনপিটুনি থেকে বাঁচানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের জনতার তুলনা পুলিশ সদস্য কম হওয়ায় পুলিশ সদস্যরা স্থানীয়দের প্রতিরোধ করতে পারেনি। এক পর্যায়ে উত্তেজিত জনতা গরু চোরকে গনপিটুনি দিয়ে মেরে ফেলে। এসময় এসআই আব্দুল বাসেদ ও তার সঙ্গে থাকা এক সিপাহী আহত হয়। পরে কালীগঞ্জ থানা পুলিশের ফোন পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে নিহত চোরের লাশ ও কালীগঞ্জ থানা পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এসময় ঘটনাস্থল থেকে ৩টি গরু উদ্ধার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা ও কালীগঞ্জ থানায় গরু চুরির মামলার প্রক্রিয়া চলছে। নিহত চোরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।###
Leave a Reply