বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আফজাল খান(৩০) নামে এক ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে হাত-পায়ের রক কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহতের স্ত্রী আইরিন আক্তার জানান, তার স্বামী আফজাল খান দিঘীবরাব এলাকায় মৎস্য, গরু ও পোল্ট্রি খামারের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। শনিবার সন্ধ্যার সময় পূর্ব শক্রতার জের ধরে পাশ্ববর্তী মোগরাকুল এলাকার ইউনুছ, ডাকাত বাবু, ছাত্তার, রুবেল, রহিমসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী দেশীর অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ীর সামনে একা পেয়ে হামলা করে।
হামলাকারীরা তাকে এলোপাথারি পিটিয়ে জোরপূর্বক তুলে নিয়ে মোগরাকুল এলাকার এক নির্ঝন স্থানে নিয়ে আটকে রাখে। হামলাকারী তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথারি কুপিয়ে বাম পা ও ডান হাতের রগ কেটে ফেলে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকাস্থ্য হৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়ে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী আইরিন আক্তার বাদী হয়ে রবিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply