নারায়ণগঞ্জের খবর: সন্ত্রাসী হামলা গত সোমবার রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারাযায় ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকার রাজিব তালুকদার ওরফে ভিপি রাজিব(৩০)। নিহত রাজিবের স্বজনদের দাবী, সোমবার রাজিবের উপর হামলা চালিয়ে হত্যা করা হলেও রোববার রাতেই রাজিব হত্যার ছক আঁকে ঘাতকচক্র। আর এই বৈঠকের মধ্যমণি ছিল সন্ত্রাসী চাঁদ শিকদার সেলিম।
সূত্র মতে,রবিবার রাতে পাগলা জেলেপাড়া সংলগ্ন পরিত্যাক্ত পপুলার স্টুডিও’র ভিতরের একটি কক্ষে পাগলা বৌ বাজারের চিন্থিত সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিমের উপস্থিতিতে ঘাতক চক্রের অপর সদস্যদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।সেই বৈঠকেই চূড়ান্ত করা হয় রাজিব হত্যাকান্ডের বিষয়টি।তিন ঘন্টার বৈঠকে মদ্যপান সহ রাজিব হত্যাকান্ডের পরিকল্পনা করা হয় বলে সূত্রটি জানায়।
সূত্রটির দাবী,রবিবার রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পপুলার স্টুডিও’ র পরিত্যাক্ত একটি ভবনে সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিম,কবির,পাগলার আমীর,জেলে পাড়ার মিঠুন,সানজিত,কাউছার,ক্রস ফায়ারে নিহত হাবিব শেঠ ওরফে ল্যাংড়া হাবিবের পুত্র বাপ্পি,আলামীন সহ আরো একাধিক সন্ত্রাসী প্রায় তিন ঘন্টার গোপন বৈঠকে মিলিত হয়।দীর্ঘ তিন ঘন্টার এই বৈঠকে মদ্যপান সহ হত্যাকান্ডের পরিকল্পনার ছক আকা হয় যা সোমবার রাজিব কে হত্যা করার মধ্যে দিয়ে বাস্তবায়ন করা হয়।
নিহত রাজিব তালুকদার ওরফে ভিপি রাজিবের পিতা জানায়,তার ছেলে ইন্টারনেট ব্যবসায়ী। ২০১৬ সালের দিকে পাগলা জেলেপাড়ায় একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় জেলে পাড়ার কাউছার বাদী হয়ে তার ছেলে রাজিব সহ অপর সহোযোগিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।অপর দিকে সাম্প্রতিক সময়ে পাগলা বৌ বাজার এলাকার সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিমের সাথে তার ছেলে রাজিবের দ্বন্দ্ব হয়। আর এ সকল ঘটনার জের ধরেই সোমবার পূর্ব পরিকল্পিত ভাবে তার ছেলে রাজিবকে কুপিয়ে হত্যা করে ঘাতক চক্র।
Leave a Reply