বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় ইন্টারনেটের বকেয়া বিল চাওয়ায় ইউপি সদস্য জাকির ওরফে ডাকাত জাকির ও তার সহোযোগি সন্ত্রাসীরা মাইক্রো লিংক নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুরসহ প্রতিষ্ঠানটির পরিচালক পাপ্পুকে পিটিয়ে রক্তক্ত জখম করেছে। এ সময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে থাকা ৭৫ হাজার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ঈদের আগেরদিন সোমবার (২ মে) দুপুর দুইটায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায়।
এ ঘটনায় মাইক্রো লিং নামক ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক দাপা ইদ্রাকপুরের সিরাজুল ইসলামের পুত্র পাপ্পু বাদী হয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের দুই ওয়ার্ডের মেম্বার জাকিরসহ অজ্ঞতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত দায়ের করেছে।
পাপ্পুর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, পাপ্পু একজন ইন্টারনেট ব্যবসায়ী। অভিযুক্ত জাকির তার প্রতিষ্ঠান থেকে ইনৃটারনেটের লাইন সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে। গত দুই মাসের ইন্টারনেটের বিল বকেয়া থাকায় তা পরিশোধের জন্য বাসায় গিয়ে তাগিদ দেয়। এর জের ধরে সোমবার দুপুরে ইউপি সদস্য জাকির ওরফে ডাকাত জাকির সহ অজ্ঞাতনামা ৫/৬ জন বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর সহ পাপ্পউকে মারধর করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা ক্যাশ বাক্স ভেঙে ফেলে রক্ষিত থাকা ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। প্প্পুর ডাক চিৎকারে তার নিকটাত্মীয় স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্প্পুকে উদ্ধার করে চিকিৎসকদের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ডাকাত জাকির মেম্বার হওয়ার পর থেকেই মানুষকে নানা ভাবে হয়রানি করছে। স্থানীয়দের অভিমত, ডাকাত জাকির লেবাস পাল্টালেও স্বভাব পাল্টায়নি।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-২ জানায়,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply