বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ফতুল্লা থানা কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর বাদ আসর পিলকুনী পাঁচতলা সুফি তোজাম্মেল আলী রোড এলাকায় ফতুল্লা থানা প্রতিনিধি সভায় এ কমিটি ঘোষণা করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান ওবায়েদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ স্বপন মন্ডল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে বুধবার ২৩ সেপ্টেম্বর এ কমিটিকে অনুমোদন প্রদান করেন।
এ কমিটিতে মোঃ আলামিন হোসেনকে সভাপতি, নাজমুল হুদা বাঁধনকে সাধারণ সম্পাদক ও সৈয়দ মোহাম্মদ সুমনকে সাংগঠনিক সম্পাদক করে এ তিন সদস্য কমিটি গঠন করা হয়। এসময় নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। ফতুল্লা থানা প্রতিনিধি সভায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামিউন সিনহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান ওবায়েদ। ফতুল্লা থানা প্রতিনিধি সভায় মাহমুদ হোসাইন সাজেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ ও ইউপি সদস্য মোঃ হাসমত। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ ত্রাণ-দুর্যোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম অনিক, কার্যনির্বাহী সদস্য মোঃ শাওন, নুহিন, রিসাদ, ইহাম, নাফিজ, সজল, বাবু, সুমন ও রাতুল প্রমুখ।
Leave a Reply