নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয় থেকে প্রায় ৩ সহাস্রধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে সদর ইউএনও’র কার্যালয়ে গিয়ে সমস্যা নিরসনের দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস ফরিদ আহমেদ লিটন প্রমুখ।
Leave a Reply