রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন,মাদক একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিচ্ছে। মাদক আমার সন্তনকে মানসিক ভাবে হত্যা করছে। মাদক ডাকাতের চেয়েও ভয়ংকর। সময় এসেছে মাদক এবং মাদক ব্যবসায়ীকে প্রতিহত করার। তিনি বলেন, সব অপরাধের মূলে হচ্ছে মাদক। অপরাধের বিরুদ্ধে মানুষকে জাগ্রত হবে। সমাজকে সুন্দর করতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে জাগ্রত করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অপরাধ প্রতিহত করতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের কাছে,পাশে গিয়ে মানুষকে জাগ্রত করতে হবে।
কোয়ান্টাম ফতুল্লা শাখার উদ্যোগে দু’দিন ব্যাপী সুন্নতের খৎনা এবং ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং কোয়ান্টাম ফতুল্লা প্রি সেলের সমন্বয়ক সেলিম মুন্সির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, কুতুবপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেখ ঈমান আলী,সেলিনা সুলতানা শিউলী,সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
দু’দিন ব্যাপী অনুষ্ঠানে সমাজের অস্বচ্ছল পরিবারের ছেলে শিশুদের সুন্নতের খৎনা এবং ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Leave a Reply