June 1, 2023, 6:11 am
নারায়ণগঞ্জের খবরঃ ভালো কাজের মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকায় যায়। সমাজে ভালো কাজ করার মানষিকতা রাখতে হবে। ভালো কাজগুলোই মানুষ অমর করে করে রাখে। সোমবার সন্ধ্যায় ফতুল্লা লাকিবাজার এলাকায় মায়ের আচঁল আয়োজিত গুনিজন সবংর্ধনা ও চক্ষু সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের ভালো মানুষগুলো যদি সাহস করে অন্যায়, অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তা হলে এই সমাজ থেকে অপরাধ দূর করা কোন কঠিন কাজ নয়। এ ক্ষেত্রে সমাজের ভালো মানুষদের সংগঠিত হতে হবে।
মায়ের আঁচলের সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনায় এবং মুক্তিযোদ্ধ নুরুল হকের সভাপতি এসময় উপস্থিত ছিলেন ভারতের বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক উপন্যাসিক সুকেশ কুমার মন্ডল, রবীন্দ্র ভারতী বিশ^বিধ্যালয়ের শিক্ষক বিকাশ মহাকুর,ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, মানবাধিকার বাস্তবায়নের সভাপতি রেজাউল করিম, ডাঃ জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদেও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি কবি জাহাঙ্গার ডালিম, সাংবাদিক বদিউজ্জামান প্রমুখ।
Leave a Reply