নিজস্ব প্রতিবেদক
জেলার সদর উপজেলার ফতুল্লায় একদল কিশোর গ্যাং একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক তান্ডব চালিয়ে ৩ জনকে পিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙ্গে ২ লাখ ৫৮ হাজার হাজার টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত ৯টায় ফতুল্লার সস্তাপুর কাষ্টমের মোড় এলাকায় আমির কন্ট্রাক্টরের সিমেন্ট ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে এঘটনা ঘটে।
আমির কন্ট্রাক্টর জানান, নাসির, হাবিব,ফাহিম, সাজ্জাদ,রাসেল,নাইম,সাগরসহ অজ্ঞাত আরো ৪/৫ জন কিশোর অপরাধী। তারা মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত। এলাকায় যার তার ব্যবসা প্রতিষ্ঠানে নেশা করে অকারনে হামলা চালায় ভাংচুর করে টাকা পয়সা লুটে নেয়। শুক্রবার রাতেও আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার ফুপা আহম্মদ, চাচাতো ভাই নাইম ও আরাফাতকে বসিয়ে রেখে কালেশনে যাই। এসময় ওই সন্ত্রাসীরা নেশাগ্রস্থ অবস্থায় আমার দোকানে তান্ডব চালায়। দোকানে বসিয়ে রাখা ৩ জনকে মারধর করে ক্যাশ বাক্স ভেঙ্গে ২লাখ ৫৮ হাজার টাকা লুটে নিয়ে যায়। তাদের তান্ডবে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Leave a Reply