নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের পর ফতুল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বসবাসকারী ঋষিবাড়ীর সংখ্যালঘু ৯০ টি পরিবারের সদস্যদের মাঝে ফুটেছে হাসি। খাদ্যসামগ্রী নিয়ে ছুটে এসেছেন ইউপি চেয়ারম্যান।
লক ডাউনের পর থেকে অনাহারে- অর্ধাহারে দিনযাপন করে আসা ফতুল্লা ডি আাইটি মাঠ ঘেষা নল খালি খালের উত্তরে বসবাসকারী ঋষিবাড়ীর হতদরিদ্র সংখ্যালঘু পরিবারগুলোকে নিয়ে একাধিক অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশন হয়। প্রকাশিত সংবাদ নজরে আসে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের।
নাহিদা বারিকের নিদের্শে বুধবার বিকেলে খাদ্র সামগ্রী নিয়ে ছুটে আসেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। ঋষিবাড়ীর ৯০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।
ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও ঋষিবাড়ী পঞ্চায়েত কমিটির সদস্য রনজিৎ মোদক বলেন,করোনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পরা ঋষিবাড়ীতে বসবাসরত পরিবারগুলোর মাঝে কোনো নেতা,জন প্রতিনিধি বা সরকারের তরফ থেকে মেলেনি কোনো প্রকার ত্রাণ।গত কয়েকদিন পূর্বে সাংবাদিকরা এ বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশ করার চারদিন পর আজ বুধবার(২২এপ্রিল) বিকেলে স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন নিজে উপস্থিত থেকে ঋষিবাড়ীর হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও ঋষিবাড়ী পঞ্চায়েত কমিটির সদস্য রনজিৎ মোদক, ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদ ও ঋষিবাড়ী পঞ্চায়েত কমিটির সদস্য কশিনাথ দাস, নিখিল দাস, সত্যেন দাস ওউত্তম দাস প্রমূখ।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক তিনি নিজে উপস্থিত থেকে তার নির্বাচনী প্রতিটি এলাকাতেই চাউল বিতরণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ঋষিবাড়ীতে এসেছেন।
Leave a Reply