বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

সায়েমের পক্ষে আলীরটেকবাসী একাট্টা

নিজস্ব প্রতিবেদকঃ তরুণ সমাজ সেবক সায়েম আহমেদের পক্ষে এলাকাবাসী একাট্টা হয়ে মাঠে নেমেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সায়েমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছে ইউনিয়নের বাসিন্দারা। সায়েম আহমেদ দীর্ঘদিন ধরে আলীরটেকবাসীর পাশে থেকে নানা ভাবে সেবা দিয়ে আসছেন। অংশ নিচ্ছেন সামাজিক বিভিন্ন কর্মকান্ডে। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে আলীরটেকবাসীর পাশে সর্ব প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ব্যবসায়ী সায়েম।

গত শুক্রবার আলীরটে এলাকাবাসীর উদ্যোগে এক অনুষ্ঠানে ব্যবসায়ী সায়েম আহম্মেদ বলেন, আমাদের এলাকা থেকে শুরু করে আলীরটেকের কোন জায়গায় ন্যায় বিচার নাই! ছোট খাটো বিষয় নিয়ে থানায় মামলা হয়। কিন্তুু গত চার বছরে কোন সামাজিক বিচার হইছে কি না সন্দেহ! গঞ্জকুমারিয়া দুই পক্ষের মাঝে মারা মারির ঘটনা এখনো পর্যন্ত কোন সমাধান হয় নাই! এলাকার চেয়ারম্যান মেম্বাররা সমাধন দিতে পারলেও তারা তা করছে না।

তিনি বলেন, তাই আমি এই এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। ৪৪ বছর যাবৎ ডিক্রিচর এলাকার লোকজন আমাদেরকে বিভিন্ন ভাবে শোষন করে যাচ্ছে। কেউ টাকার বিনিময় আবার কেউ ক্ষমতার বিনিময় জুলুম অত্যচার করে যাচ্ছে। অথচ তারা আমাদের মাথার উপর কাঠাল ভেঙে খাচ্ছে। আমরা তাদের এই সুযোগ আর দিতে চাই না। তিনি আরও বলেন, অনেকে অনেক জায়গায় মিটিং করতেছে। তারা এসে বলে আমরা নির্বাচনের জন্য আসি নাই! মসজিদে টাকা দিতে আসছি। আমার প্রশ্ন হলো তারা এতো দিন কই ছিলেন। তাদের ভিতরে এক বাহিরে আরেক! আর আমার ভিতর ও বাহির এক। আপনাদের ভালোবাসা ও জোর দাবির কারনে আমি আগামীতে নির্বাচন করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমর্থনেই আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়যুক্ত হব ইনশাল্লা।

ওই অনুষ্ঠানে সাবেক মেম্বার নুরুল ইসলাম এর সভাপতিত্বে ঘরোয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, হাজী মো. ফালান মাদবর,হাজী মো. হাবিবুল্লা মাদবর, হাজ্বী মনির হোসেন, সমাজসেবক জাকির হোসেন, সমাজসেবক তোফাজ্জল হোসেন, আব্দুল হাই মাদবর, রফিক মাদবর, সূজা মাদবর, চাঁন মিয়া মাদবর, রেকমত আলী মাদবর, শহর আলী মাদবর, মো.সহি, আজিজ মাদবর, আহম্মদ মাদবর, নূরু মিয়া মাদবর, জলিল মাদবর, সমাজসেবক সেলিম, সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগির সরকার, আলীরটেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাহিল মাদবর, সেক্রেটারি জামাল হোসেন,৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি দেলোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারি জয়নাল আবেদিন (জনু মিয়া)মাদবর, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি জাহানুল্লা, সালাউদ্দিন মাদবর, আলমঙ্গীর সরকার, কুড়েরপাড় আাদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক আলী আকবর, সাবেক মেম্বার নুরুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার আজমত খন্দকার , ডা. মান্নান, কুড়েরপাড় হাই স্কুলের দাতা সদস্য এম এ মান্নান, গোগনগর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি নূর হোসেন সিকদার, সদর থানা যুবলীগের সাহিদ, আওয়ামীলীগ নেতা সোবাহান মাদবর, ৯ নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার রানা আহম্মেদ রবি, কালাই চাঁন ব্যাপারী, শহর আলী, খোরশেদ মাদবর, বারেক মাদবর, শাহাদাত মাদবর, আকবর, মোহাম্মদ আলী, নাজির মাদবর, জুলহাস সরদার, সৌরভ সরদার,মোফাজ্জল হোসেন, আউয়াল জামাই,হাবিব পাগলা,জাহাঙ্গীর, রতন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD