December 9, 2023, 11:54 am
নিজস্ব প্রতিবেদকঃ আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। আলীরটেকবাসীর সমর্থন নিয়ে নির্বাচিত হবেন বলেও তিনি আশাবাদী। তাঁর দিকেই মানুষের সমর্থন রয়েছে। সায়েম করোনাকালীন সময়সহ বিগত দিনে আলীরটেকবাসীর পাশে থেকেছেন। আর এ কারণেই সায়েম জয়ের ব্যাপারে আশাবাদী।
স্থানীয়রা জানায়, সায়েম আহমেদে ছাড়া কাউকে আমরা পাশে পাইনি, নির্বাচন আসলে চেয়ারম্যান প্রার্থী হয়, জয়ী হয়ে চলে যায়। কিন্তু সায়েম আহমেদ আমাদের পাশেই থাকে। তাঁদের মতে, যাকে সুখে-দুঃখে পাওয়া যায় এমন জনপ্রতিনিধি আমাদের প্রয়োজন। এলাকায় সব শ্রেণীর পেশার মানুষের কাছে সায়েমের গ্রহণযোগ্যতা রয়েছে। চেয়ারম্যান হিসেবে নবীন-প্রবীন সবাই সায়েমকে চাচ্ছে।
অপরদিকে, সায়েম প্রার্থী হওয়ার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিবিরে হতাশা দেখা দিয়েছে। সায়েমের জনপ্রিয়তায় সহজ জয়ের স্বপ্ন ভেস্তে গেছে প্রতিপক্ষ প্রার্থী।
Leave a Reply