নিজস্ব প্রতিবেদক: মাদকাসক্ত ছোট ভাইয়ের নির্যাতন থেকে রক্ষা পেতে জেলা আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ে বাসীন্দা আব্দুল হক এর পরিবার।
মাদকাসক্ত ছোট ভাই মনিরের নির্যাতন থেকে রেহাই পেতে থানায় দুটি অভিযোগ ও একটি সাধারন ডায়েরী করলেও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করেনি স্থানীয় প্রশাসন।উল্টো মাদকাসক্ত ছোট ভাই মনির বড় ভাইকে ফাঁসাতে নানা প্রতারনার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী বড় ভাই আব্দুল হক জানান, জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবন সংগ্রামে কষ্টে উপার্জিত অর্থে নির্মাণ করা চারতলা বাড়ির অর্ধেক অংশ দিয়ে দেন ছোট ভাই মনির হোসেনকে।সেই সাথে দুটি দোকান ঘর জোর করে দখল করে নেয় মনির,এতেও ক্ষান্ত হননি মনির। এবার নেমেছেন তার বসবাসের বাড়ির বাকি অংশ দখলের মিশনে।
তিনি আরো জানান মনির মাদকাসক্ত হওয়ায় স্থানীয় কিছু মাদকাসক্তের সাথে তার সখ্যতা রয়েছে। সেই মাদকাসক্তদের সাথে নিয়ে প্রায়ই তার উপর হামলা চালান মনির, তিনি মনিরকে অভিশপ্ত মাদক থেকে ফেরাতে অনেক চেষ্টা করেন বলেও জানান।
এইজন্য মনিরকে চিকিৎসা করাতে চান,কে শোনে কার কথা,সম্প্রতি আব্দুল হকের পরিবারকে ফাঁসাতে মনির নিজের হাত নিজে কেটে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে সংবাদও প্রকাশ করান মনির। কোন ধরনের মারামারির ঘটনা না ঘটলেও বড় ভাইকে ফাঁসাতে এই মিথ্যা অভিযোগ করেন বলে জানান আব্দুল হক।
ছোট ভাইয়ের এমন কর্মকাণ্ডে হতাশ ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে এই পরিবারটি,মনিরের এমন কার্যকলাপে আব্দুল হকের শিশু সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে,আব্দুল হকের মেয়েকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর পায়তারা করেন মনির এমনটা দাবি করে আব্দুল হকের স্ত্রী বলেন সেই কথোপকথনের একটি ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে।
ছোট ভাই মনির হোসেনের অত্যাচারে স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে অসহায় হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তার স্ত্রী।
Leave a Reply