December 9, 2023, 1:03 pm
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ থেকে সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের ৩জনসহ ১০জন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার দিবাগত (০৫ মার্চ) রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিহতরা হলো ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে বর ইমন খান (২৫), ইমনের বাবা মৃত আশরাফ আলী তালুকদারের ছেলে আব্বাস উদ্দিন (৫৫), বরের ছোট ভাই রাব্বী (২০), মৃত গিয়াস উদ্দিনের মেয়ে সুমনা আক্তার (৩৫), তোতা খানের ছেলে ইমরান হোসেন (১৬), আবুল হোসেনের ছেলে রাজিব (২৫), মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (২৫), আব্দুল গনির ছেলে খলিলুর রহমান (২৫), বেলায়েতের মেয়ে খাদিজা আক্তার (৪) ও হাজী মহসিন (৭০)। এ ঘটনায় আহতরা হলো গাড়ি চালক নাদিম ৩৬, আবুল হোসেন (৫৫), রফিক (৪৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভাটি কালীসীমা এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে মাইক্রোবাসের ১০ যাত্রীর ছয়জন নিহত ও অপর চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply