October 4, 2023, 1:04 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি মনিরুল ইসলাম সেন্টু এবার কুতুবপুর ইউপিতে নৌকার টিকিট পাওয়ায় চাপা ক্ষোভ ছড়িয়ে পরেছে কুতুবপুরের আওয়ামী লীগের তৃনমূলের রাজনীতিতে। যদিও নিজ দল আওয়ামী লীগের প্রভাবশালী একটি সিন্ডিকেটের ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। কিন্তু ক্ষোভের আগুনে জ্বলছে নেতাকর্মীরা। বিগত দিনে কুতুবপুরের বিএনপি নেতা সেন্টু বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আর সেই সেন্টুর হাতেই তুলে দেয়া হয়েছে নৌকা। এ নিয়ে ক্ষোভ থাকবে না তা কি হয়? কিন্তু জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা কুতুবপুরের আওয়ামী লীগের নেতাকর্মীদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন এমন দাবি স্থানীয় আওয়ামী লীগের। সেন্টুর বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলাও রয়েছে। বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর তিনি আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দেননি। কিন্তু আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে সম্পর্ক রেখেছেন।
সেন্টুর মনোনয়ন প্রসঙ্গে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল বলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে শুধু সেন্টুর নাম পাঠিয়েছে। আমরা সেই নাম জেলায় ফরোয়ার্ড করেছি।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘ইউপি ও উপজেলা থেকে শুধু সেন্টুর নামই পাঠানো হয়েছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম সে কখন দলে যোগ দিয়েছে। স্পষ্ট উত্তর দিতে পারেনি। তাই চিঠিতে সই করিনি। তিনি বলেন, সে তো চিহ্নিত বিএনপি নেতা। এটা আমরা মেনে নিতে পারছি না।’
Leave a Reply