নারায়ণগঞ্জের খবরঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় মাদক ব্যবসার বিরোধের জের ধরে রাব্বী(২৩) নামে এক যুবক প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। রোববার (৯ জুন) রাতে উপজেলার মোগরাপাড়া বাড়ি মজলিস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রাব্বীর বন্ধু শাহআলম নামে আরও এক যুবক আহত হয়েছে। নিহত রাব্বী ওই এলাকার সানাউল্লাহ বেপারী বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলীর ছেলে।
নিহতের মা শাহানারা বেগমের অভিযোগ, পুলিশের সোর্স শাহ আলম তার ছেলে রাব্বীকে বাড়ী ডেকে নিয়ে যাওয়ার পর তার ছেলে খুন হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকান্ড।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply