December 9, 2023, 12:11 pm

সোনারগাঁয়ে অপহরণ করতে এসে ৮ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের খবরঃ সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামের সামনে থেকে ৮ অপহরনকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বিজয় হোসেন (১৯) নামের এক যুবককে অপহরন করার সময় স্থানীয়রা ৮ অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় ওই যুবকের মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার গোসাইর চর গ্রামের সালাউদ্দিনের ছেলে ফজলে রাব্বী ওরফে রাব্বী(২৫),গজারিয়ার আমান উল্লার ছেলে হিমু হোসেন(২০) ,একই এলাকার আহাম্মদ এর ছেলে সজিব হোসেন(২৮),মাথাভাঙ্গা এলাকার মজিবুর রহমানের ছেলে ইয়াছিন মিয়া(২৪) ,একই এলাকার ওসমান মিয়াজির ছেলে আরিফ হোসেন(৩০), আবুল কালামের ছেলে মেহেদী হাসান(২৭) ,নয়ানগর গ্রামের শাহীন মিয়ার ছেলে রিয়াদ হোসেন(২৮)  এবং গাড়ী চালক ফজলুল হক ওরফে ফজল(৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের গোলজার হোসেনের  ছেলে বিজয় হোসেন শোভন পলিব্যাগ লিমিটেডে কোম্পানীতে কাজ শেষে  বাড়ি ফেরাব পথে ছাপেরবন্ধ এলাকায় সেতুর উপর উঠলে সাদা রং এর পুরাতন হাইস (ঢাকা মেট্রো-ট ১১-৯২২৫) গাড়ি থেকে নেমে ফজলে রাব্বি ওরফে রাব্বি একটি ঠিকানা জানতে বিজয় হোসেন ডাক দেয়। বিজয় গাড়ির সামনে গেলে তাকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে। এসময় বিজয়ের ডাকচিৎকারে আশেপাশের লোক জন ছুটে এসে গাড়িটির গতিরোধ করে অপহরকারীদের গণপিটুনি দিয়ে আটক করে রাখে।

পরে খবর  পেয়ে সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরন করার কাজে ব্যবহৃত গাড়ি সহ ফজলে রাব্বি ওরফে রাব্বি, হিমু, সজিব, ইয়াসিন, আরিফ, মেহেদী হাসান, রিয়াদ ও গাড়ি চালক ফজলুর হক ওরফে ফজল নামের ৮ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় অপহৃতের মা নুরতাজ বেগম বাদি হয়ে সোনারগাঁ থানা মামলা দায়ের করেছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, অপহরনের সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD