বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রুবেল (২৪), রতন (২৬), তুহিন (২১), স্বাধীন (২৪) ও নাসির উদ্দিন নাসু (৪৭) নামে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোররাতে এক দল ডাকাত উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি এলাকায় মিনহাজ গ্রুপের বাগানের ভিতর অবস্থান করে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে ওখানে অভিযান চালিয়ে রুবেল, রতন, তুহিন, স্বাধীন ও নাসির উদ্দিন নাসু নামের ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত গভীর রাতে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে থাকা বিভিন্ন যানবাহনে ডাকাতি করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD