শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ মামুনুল হক ইস্যুতে হেফাজতের ব্যাপক সহিংসতার মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পৌর কাউন্সিলর ফারুক আহমেদ তপন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন হেফাজতের সহিংসতার মামলার অন্যতম আসামি এবং ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
Leave a Reply