September 26, 2023, 6:47 am
নারায়ণগঞ্জের খবরঃ বউ বাঁজি একটি শর্ট ফিল্ম, সোলেমান হোসেন রনির রচনা ও চিত্রনাট্যে অচিরেই ণির্মিত হতে যাচ্ছে একটি ইউটিউব চ্যানেল বিডিহৃদয় এর জন্য। শর্ট ফিল্মটির প্রাথমিক কাজ প্রায় শেষ এখন শুটিং এর জন্য অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার শর্টফিল্মটি শুটিং হবে। চমৎকার একটি লোকেশনে।
শর্টফিল্মটির সংক্ষিপ্ত কাহিনী, চার বন্ধুর আইপিএল জোয়া খেলা নিয়ে। এক পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেল বিডিহৃদয় এ। আশা করি ভাল একটি শর্টফিল্ম উপহার দিতে পারবো আপনাদের।
Leave a Reply