শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় হিন্দু ও হরিজন সুইপার সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। রবিবার রাতে ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন ঋষিবাড়ি ও রেলাই সুইপার কলোনীতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় চাউল ডাল , আলু, লবন ও সাবান বিতরণ করা হয়। এসময় ফতুল্লা মডেল থানা বেশ কয়েক অফিসার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,রেললাইন বটতলা এলাকায় বসবাসকারী হরিজন সুইপার সম্প্রদায়েরে সদস্যদের মধ্যে এরআগে কেউ খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে যায়নি।
Leave a Reply