শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে নারায়ণগঞ্জ থেকে আসা এক গার্মেন্টকর্মীর (৩২) করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে হিলিতে দুই জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হলো। তারা দুই জনই নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টকর্মী। এই ঘটনায় ওই যুবকের বাড়িসহ পাশের আরও তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এর আগে ২৭ এপ্রিল আরেক যুবকের করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টায় হিলির নওপাড়া গ্রামের নতুন শনাক্ত যুবকের বাড়ি পরিদর্শন শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই ঘোষণা দেন। এই সময় সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, সম্প্রতি ওই যুবক নারায়ণগঞ্জ থেকে হিলির নওপাড়াতে তার নিজ বাড়িতে আসেন। আসার পরই খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে ওই যুবকসহ একইভাবে আসা সর্বমোট ১৫ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পরীক্ষার রিপোর্টে ওই যুবকের করোনা পজিটিভ আসে।
তিনি আরও জানান, রিপোর্ট পাওয়ার পর দ্রুত ডাক্তার ও ওসিসহ একটি টিম ওই যুবকের বাড়িতে যাই। তার সঙ্গে কথা বলেছি। তার শরীরে কোনও লক্ষণ নেই। সে সুস্থ রয়েছে। তাকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় তার বাড়িসহ পাশের আরও তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাকিদেরও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। তার পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে।
প্রসঙ্গত, একইভাবে নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের নমুনা সংগ্রহের পর ২৭ এপ্রিল তার রিপোর্ট পজিটিভ আসে। এই দুই যুবক একইসঙ্গে নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন এবং একই রুমে থাকতেন। তারা দুজনেই হিলির নওপাড়ার বাসিন্দা।
Leave a Reply