মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ দুই বছর পর অবসর নেবো। এই দুই বছর ওরা আমাকে বাঁচতে দিবে কিনা আমি জানি না। ওরা আমাকে আঘাত করবে। করুক আঘাত, দেখা যাক। মৃত্যু থাকলে মৃত্যু হবেই।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, মির্জাফররা আওয়ামী লীগকে বিভক্ত করতে চায়, কিন্তু তারা আওয়ামী লীগকে বিভক্ত করতে পারবে না। যে খেলা শুরু হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে আগে হয় নাই। এটা সরকার পরিবর্তনের খেলা না, রাষ্ট্রকে ধ্বংস করার খেলা।
আগামী ৯ জানুয়ারি সমাবেশে ডাক দিয়ে এই সাংসদ বলেন, আগামী ৯ তারিখের সমাবেশে শুধু স্বাধীনতার পক্ষের কর্মী থাকবে। ওই সমাবেশে থেকে আওয়াজ তুলতে হবে যাতে স্বাধীনতা বিরোধীদের বুকে কম্পন সৃষ্টি হয়।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম শওকত আলীর সঞ্চালনায় কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, ওয়াজেদ আলী খোকন, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াতে আলম সানি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ
Leave a Reply