শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

অপরাধের সাথে কোন আপোষ করবো না-ওসি ফতুল্লা

নারায়ণগঞ্জের খবরঃ সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদদের সাথে কোন আপোষ করবো না বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। সমাজে কেউ যদি অপরাধ করে থাকে সে যতই বড় প্রভাশালী হউক না কেন তাকে ছাড় দেয়া হবে না। অপরাধের সাথে আমাদের কোন পুলিশ সদস্য যদি জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না। আর মাদক কিংবা অপরাধের সাথে সম্পৃক্ত থাকে সেই পুলিশ আমার থানায় রাখবো না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে কাশিপুর পশ্চিম দেওভোগের আদর্শ নগরে স্থানীয় সামাজিক সংগঠনের উদ্দেগে সন্ত্রাস, ইভটিজিং, মাদক প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় প্রতিহতের লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওসি আসলাম হোসেন আরো বলেন, এসপি স্যারের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জের অপরাধ দমনে পুলিশকে সাধারণ মানুষের সমস্যা জানতে এবং অপরাধ দমনে মানুষকে সচেতন করতে আমরা সবার দুয়ারে দুয়ারে গিয়ে বৈঠক করছি। শুধুই একটাই কারন সাধারন মানুষকে সোচ্চার করা। যেখানে অপরাধ সেখানেই প্রতিরোধ। অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আপনারা পুলিশকে সহযোগিতা করেন।

কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য শামীম আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহাদাত হোসেন, ইন্সপেক্টর (আইসিপি) আজগর হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কাশিপুর ইউপি সদস্য (সংরক্ষিত) মরিয়ম আক্তার, কাশিপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, স্থানীয় পুলিশের বিট কমিটির সভাপতি জালাল উদ্দিন, সাধারন সম্পাদক মহিউদ্দিন, সহসভাপতি জয়নাল আবেদীন, শুক্কুর আলী, শাহিন আহম্মেদ, সেলিম শেখ, সহ-সম্পাদক কামরুল হাসান শাকিল, তাজুল ইসলাম, বাইতুল জামাল জামে মসজিদের মোতোওয়াল্লী আবুল বাশার, বিট পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ সাংগঠিক সম্পাদক মোস্তফিজুর রহমান, ফারুক আহম্মদ শেখ, শিবলু মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান দিপু, প্রচার সম্পাদক শেখ শাকিল, কোষাধ্যক্ষ বাবুল মিয়া,সহ কোষাধ্যক্ষ লাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD