শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজঃ স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৮তম শাহাদতবার্ষিকী। বাংলাদেশের জাতীয় শোক দিবস।
১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ড। ওইদিন ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সরকারিভাবে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় হবে বিশেষ দোয়া ও প্রার্থনা। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
Leave a Reply