শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

আজ ভোটঃ শামীম ওসমানের আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশী

আবদুর রহিমঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে আওয়ামীলীগের প্রভাবশালী প্রার্থী শামীম ওসমানের নারায়ণগঞ্জ-৪ আসনে। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ আসন রয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনে। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত। তথ্যমতে, নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে কেন্দ্র রয়েছে ৭৮২টি। এরমধ্যে ৩৯০টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় পাঁচটি আসনে এবার ভোট কেন্দ্র বেড়েছে ৩৭টি। কিন্তু ঝুঁকি কমেছে ২৮টি কেন্দ্রের। গত নির্বাচনে জেলায় ৭৪৫ ভোটকেন্দ্রে ছিল, এরমধ্যে ৪১৮ কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
নারায়ণগঞ্জ-১ আসনঃ রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত  নারায়ণগঞ্জ-১ আসনে ১২৮ ভোটকেন্দ্র রয়েছে। এই উপজেলায় ৮১ ভোটকেন্দ্র বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নারায়ণগঞ্জ-২ আসনঃ আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসন। এ আসনে ১১৭ কেন্দ্রের ৭১টি ঝুঁকিপূর্ণ। নারায়ণগঞ্জ-৩ আসনঃ সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনের ১৩১ কেন্দ্রের ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নারায়ণগঞ্জ-৪ আসনঃ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত এ আসন।  এ আসনে কেন্দ্র রয়েছে ২৩১টি। এরমধ্যে ১৪৯টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আসনটির বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
নারায়ণগঞ্জ-৫ আসনঃ সদর ও বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা  ১৭৫টি। এর মধ্যে ৪৯টি কেন্দ্র বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করবে পুলিশ। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।
নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, ৭ জানুয়ারি সারাদেশব্যাপী সংসদীয় আসনগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। একইভাবে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
প্রসঙ্গ, জেলার পাঁচটি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন তালিকাভুক্ত ভোটার রয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৬ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD