শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
আবদুর রহিমঃ সাংসদ শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতারা হুংকারে সীমাবদ্ধ থাকছে। অপরদিকে, বিএনপি দিন এবং রাতের রাজপথ দখলে নিয়ে প্রকম্পিত করছে। ক্ষমতাসীনদের হুংকার কিংবা হুমকীকে কোন পাত্তাই দিচ্ছে না।
দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে যে কোন সময় রাজপথে নেমে আসছে নারায়ণগঞ্জের হাজার হাজার নেতাকর্মী। এককথায় বলাচলে ক্ষমতাসীনদের বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে বিএনপিতে গণজোয়ার শুরু হয়েছে। দলের কর্মকান্ডে দলের সাধারণ মানুষও সাড়া দিতে শুরু করেছে। বিএনপির এই গণজাগরণে ক্ষমতাসীনদের মধ্যেও কাঁপন ধরিয়ে দিয়েছে। বিএনপি চলমান আন্দোলন ধরে রাখতে পারলে আন্দোলনের ফসল নিয়ে ঘরে ফিরতে সক্ষম হবে। এ ক্ষেত্রে নিজের মধ্যকার দ্বন্দ্ব, সংঘাত মিটিয়ে এককাতারে সামিল হয়ে ঐক্যবন্ধ থাকার কোন বিকল্প পথ নেই। সূত্রমতে, দিনে দিনে বিএনপির আন্দোলন চাঙা হচ্ছে। ধারাবাহিক কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগৃরহণ বৃদ্ধি পাচ্ছে। বিএনপির সরকার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের অংশ গ্রহণও বাড়ছে। একের এক কর্মসূচি দেয়ায় নেতাকর্মীরা আগের চেয়ে বেশী উজ্জীবিত। জেলা এবং মহানগর বিএনপিতে কোন্দল, উপকোন্দল থাকলেও দলীয় কর্মকান্ডে কেউ ঘরে বসে নেই। ক্ষমাতাসীন দলের চোখ রাঙানী কিংবা হুংকারকে কোনমতেই পাত্তা দিচ্ছে না বিএনপির নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জের ক্ষমাতসীন দলের নেতাদের নিয়েই পাল্টা হুংকার দিচ্ছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানকে নিয়েও মন্তব্য করতে দ্বিধা করছে না। শামীম ওসমানকে পাল্টা চ্যালেজ ছুঁড়ে দিচ্ছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। সাংসদ শামীম ওসমানও এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির শীর্ষ নেতাদের বলেছেন বাচ্চাদের আদব শিখাতে, নয়তো ভালো হবে না। তার দলেও তরুণ কর্মী রয়েছে। তবে নারায়ণগঞ্জের রাজনীতিতে দিনে দিনে সংঘাতে দিকে যাচ্ছে এমন দাবি রাজনীতিতে সংশ্লিষ্টের।
Leave a Reply