আবদুর রহিমঃ তবুও থেমে নেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। কর্মীদের নিয়ে নানা কর্মসূচি পালন করতে নিয়মিত রাজপথে নামছেন দলের নেতারা। একাধিক মামলার আসামী হয়েও রাজপথ ছাড়ছে না। রাজপথ কিংবা আদালত, সব স্থানেই বিএনপির নেতাকর্মীরা তৎপর রয়েছে। নারায়ণগঞ্জের পাশাপাশি কেন্দ্রীয় কর্মকান্ডেও সমান ভাবে ভূমিকা রাখছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এই দলটির নারায়ণগঞ্জের নেতাকর্মীরা।
বিএনপির একাধিক সূত্র জানায়, মামলায় দিয়ে এবং গুলি করে নেতাকর্মীদের হত্যা করে আন্দোলন দমানো যাবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথ সহসাই ছাড়ছে না। দীর্ঘ ১৪ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা এবং জেলে অভ্যস্ত হয়ে গেছে। কর্মীদের এখন আর ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।
নেতায় নেতায় দ্বন্দ্বের কারণে নারায়ণগঞ্জ বিএনপিতে বিভাজন বেড়েই চলেছে। দিনে দিনে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কয়েক দফা সংঘর্ষের কারণে দলের ভেতরে বিভাজন বৃদ্ধি পায়। নিজ দলের প্রতিপক্ষের হামলায় দলের একাধিক নেতা রক্তাক্ত হয়েছে। মামলায় গড়িয়েছে এসব ঘটনা। দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, সদস্য সচিবসহ বেশ কিছু নেতাকর্মী।
এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে বাক বিতন্ডা হাতাহাতির ঘটনা নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। নেতাকর্মীদের অনেকেই কারো কমান্ড মানছে না। সিনিয়র নেতাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে অনেক নেতা নিজের কর্তৃত্ব বহাল রাখতে চাচ্ছে। ফলে দিনে দিনে বিরোধ আরো চাঙা হচ্ছে। এছাড়াও অনেক সময় দলের কেন্দ্রীয় নেতাদের সামনেই বিরোধে জড়িয়ে পরেছে। ফলে স্থানীয় নেতারা বিব্রতকর অবস্থায় পরছে।
তবে, দলের নেতাদের মধ্যে নেতৃত্বের তুমুল প্রতিযোগিতা থাকলে দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে সবাই রাজপথে নামতে ভুল করছে না। বিচ্ছিন্ন হয়ে খন্ড খন্ড ভাবে রাজপথ কাঁপাচ্ছে দলের নেতাকর্মীরা।
Leave a Reply