সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ উজ্জীবিত বিএনপির নেতাকর্মীদের মধ্য থেকে এখনো আতঙ্ক কাটেনি। ঢাকায় গণসমাবাশের আগে একাধিক মামলায় আসামী হয়ে এলাকা ছাড়া হয় দলের নেতাকর্মীরা। তবে সমাবেশের পর থেকে দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। কিন্তু নেতাকর্মীদের মধ্যে এখনো গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। নেতাকর্মীরা নিজেদের আড়ালে আবডলে নিজ এলাকায় অবস্থান করতে শুরু করেছে। তবে বিপাকে রয়েছে চলতি মাসে বিএনপির দুটি কর্মসূচি নিয়ে। বিএনপির একাধিক
সূত্র জানায়, ঢাকার গণসমাবেশের পর নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে, তবে এখনো আতঙ্ক কাটেনি। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা আগের চেয়ে বেশী উজ্জীবিত। ঢাকার গণসমাবেশের আগে একাধিক মামলায় আসামী হয়ে এলাকা ছাড়া হয় দলের নেতাকর্মীরা। কিন্তু, সমাবেশের পর থেকে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ঢাকার গণসমাবেশ সফল হয়েছে দাবি করে নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে। চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হবে এমন ধারণা বিএনপির নেতাকর্মীদের। এবং এই পতন অতি নকটে বলে মনে করছেন তাঁরা।
সমাবেশের পর থেকে দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। বিএনপির অনেক নেতাকর্মীকে প্রকাশ্যে দেখা গেছে। এলাকায় ফিরে আসা এমন কয়েকজন নেতার সাথে আলাপকালে জানায়, ঢাকার সমাবেশের আগে আমাদের নামে বেশ কিছু মামলা হওয়ায় আমদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিলেও সমাবেশের পর সে আতঙ্ক কাটতে শুরু করেছে। তবে দলীয় কর্মসূচি থাকায় পুরোপুরি শঙ্কা কাটেনি।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানায়, সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মী ব্যাপক শোডাউন করেছে। এই শোডাউনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এছাড়াও গণসমাবেশের পর থেকে বিএনপি কৌশল পাল্টে ফেলেছে। গ্রেফতার এড়াতেই বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে মামলা দিয়ে কিংবা গ্রেফতার করে বিএনপির এই আন্দোলন দমন করা যাবে না। যে গণজাগরণ শুরু হয়েছে তা কেবল মাত্র সরকার পতনের জন্য এমন দাবি বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের।
Leave a Reply