তিনি আরও বলেন, নির্বাচনে কেউ যেন হাঙ্গামা তৈরী করতে না পারে। নির্বাচন উপলক্ষে আমাদের পর্যাপ্ত পরিমানে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। কোন সমস্যা হলেই পুলিশ সদস্যরা সেই টিমকে জানাবেন এবং স্ট্রাইকিং টিম সাথে সাথে ব্যবস্থা নেবে। সমগ্র নির্বাচনী এলাকায় মোট ১৮ টি মোবাইল টিম ও স্টাইকিং টিম থাকবে। এখানে ম্যাজিস্ট্রেট টিম ও র্যাব ও থাকবে। এটা আমাদের কমিটমেন্ট থাকবে যে কিন্তু কোথাও কারো ব্যক্তিগত কারণে আমাদের জেলা পুলিশের ইমেজ যেন নষ্ট না হয়। ভূত কক্ষে কোন পুলিশ কোন ধরনের কারো সহযোগিতা করতে যাবেন না। সেখানে ম্যাজিস্ট্রেট আছেন তারা ভোটারদের সুবিধা অসুবিধা দেখবেন। আমরা শতভাগ সুষ্ঠ, সুন্দর ও শান্ত পরিবেশে নির্বাচনটি সম্পন্ন করবো।
Leave a Reply