সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ এক গিয়াস উদ্দিনেই পাল্টে গেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক হিসেব। নতুন করে সমীকরণ শুরু হয়েছে রাজনীতি নিয়ে। ণিজ দলের পাশাপাশি অন্যান্য দলেও তাঁকে নিয়ে সমান ভাবে চলছে আলোচনা। সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন নিয়েও হিসেব কষতে শুরু করেছে কেউ কেউ। বিরোধী শিবিরতো আছেই নিজ দলের এমপি প্রার্থীদেরও ঘুম নষ্ট হয়েছে এক গিয়াসকে কেন্দ্র করে।
বিএনপির একটি পক্ষ গিয়াসের নেতৃত্ব মেনে নিতে পারছে না। যে কারণে তিনি জেলা বিএনপির দায়িত্ব নেয়ার পর থেকে দলের ওই পক্ষ রাজনীতির মাঠ ত্যাগ করেছে। তবে গিয়াস উদ্দিন চাচ্ছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে।
বিশ্লেষক মহলের মতে, গিয়াসের জন্য এটা হচ্চে সর্বোচ্চ অগ্নিপরীক্ষা। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে একজন দক্ষ চালকের প্রয়োজন অনুভব করেছিল দলের নেতাকর্মীরা। দক্ষ চালকের অভাবে হ-য-ব-র-ল অবস্থা হয়েছিল। এড.তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে বহিষ্কারের পর থেকে বিএনপির চেইন অব কমান্ড ভেঙে পরেছিল। কিছু নেতার নামে স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছিল। সভামঞ্চ দখল, নিজ দলের প্রতিপক্ষের উপর হামলার মতো ঘটনা ঘটছে। আর এসব কারণে দলীয় কর্মসূচিতে প্রায় সময়ই হট্টগোল হতো। সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছিল। তিনি দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে কোন রকমের তোয়াক্কা করেনি। রবি জেলা থাকাকালীন সময়ে নাসির উদ্দিনকে ভারপ্রাপ্ত আহবায়ক করে বেশ কয়েকটি কমিটির অনুমোদন দিয়ে জেলা বিএনপিতে বিরোধ চাঙ্গা করে দিয়েছিল। মামুন মাহমুদের বিরুদ্ধে মিছিল, প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন, কুশপুত্তলি দাহ এবং কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ দায়েরের মতো ঘটনা ঘটছে। নানা বিতর্কের পর দলের হাই কমান্ড আহবায়ক কমিটি ভেঙে দিয়ে দলের দায়িত্ব তুলে দেন গিয়াসউদ্দিনের উপর।
এদিকে, গিয়াসের উপর জেলা বিএনপির দায়িত্ব দেয়ার পর থেকে হিসেব নিকেষ পাল্টে গেছে। সরকার বিরোধী আন্দোলন এবং আগামীতে জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে দল এবং দলের বাইরে একাধিক পক্ষ। ৯ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে। সদস্যসচিব হয়েছেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম ফারুক। গিয়াস উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ১০ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply