শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় আওয়ামী লীগের নেতা ও মাদক বিরোধী নেতাদের সাথে সখ্যতা রেখেই রসুলপুরে রবিনের প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এছাড়া বিশাল একটি কিশোর গ্যাং তৈরী করে এসব কিশোর অপরাধীদের মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ব্যবহার করছে এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, রসুলপুরের কথিত মাদক বিরোধী পঞ্চায়েত কমিটি ভেঙ্গে দিয়ে সচ্ছ ব্যক্তিদের দিয়ে কমিটি করা প্রয়োজন। এছাড়া মাদকের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত রসুলপুরকে মাদক মুক্ত করতে র্যাবের সাঁড়াশি অভিযান দাবি করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, মাদক বিরোধী আন্দোলনের নেতা মোজাফ্ফা সিং ও আবুল হোসেনের সরাসরি মদদে এলাকায় মাদক ব্যবসাসহ বিশাল একটি বাহিনী গঠন করে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করছে মাদক ব্যবসায়ী রবিন।
এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবর, লিমন, গোলাপ, নবী, তারা, মাসুম, ছোট, সাইফুলসহ প্রায় অর্ধশতাধিক সদস্য নিয়ে নিয়ে চলছে রবিনের মাদক ব্যবসাসহ নানা অপকর্ম। এলাকার মাদক বিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচিত মোজাফ্ফর সিং মাদক বিরোধী আন্দোলনের নামে একটি পক্ষকে এলাকা ছাড়া করে দিয়ে রবিন বাহিনীকে এলাকায় থাকতে সরাসরি সহযোগীতা করার অভিযোগ এলাবাসীর।
স্থানীয়রা জানায়, মাদক বিরোধী আন্দোলন শুরুর কিছুদিন না যেতেই আন্দোলনের নেতাদের নিয়ে শুরু হয় নানা বিতর্ক। এসব বিতর্কের মধ্যে অন্যতম রবিন বাহিনীকে শেল্টার দেয়া। এরফলে মাদক বিরোধী আন্দেলন প্রশ্নবিদ্ধ হয়। সম্প্রতি মাদক ব্যবসায়ী রবিনের সাথে মাদক বিরোধী আন্দেলনের নেতাদের সাথে একটি ছবি সামাজিক যোগাযোগি মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেন।
Leave a Reply