শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

গণতন্ত্র রক্ষায় কবিতাই হাতিয়ার-কবি নূরুল হুদা

নিজস্ব প্রতিনিধি: বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, সাহিত্যের মাধ্যমে আমরা শান্তির পৃথিবী চাই, সদাচারী স্বদেশ চাই। সমাজ বদলাতে, গণতন্ত্র রক্ষায় কবিতাই হাতিয়ার। মানুষের অন্তরে বসবাস করে কবিতা ও সাহিত্যের মাধ্যম। একদিন বিশ্ববাসী আন্তর্জাতিক লেখক দিবসকে স্বীকৃতি দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

তিনি আরও বলেন, আজ এক ঐতিহাসিক দিন। এই প্রথম রাসেল পার্কে লেখক সম্মেলন অনুষ্ঠিত হলো। শেখ রাসেল বঙ্গবন্ধুর সন্তান। আমরা সব বাঙালী, শেখ রাসেলের মতো বঙ্গবন্ধুর সন্তান।

কবি-সাহিত্যিকদের সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাবের ‘লেখক সম্মেলন ২০২১’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শান্তির পৃথিবী চাই-সদাচারী স্বদেশ চাই’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত ২০তম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপর ২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি কাজী আনিসুল হক হীরার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করেন কবি মুজিবুল হক কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কথাসাহিত্যিক ইসহাক খান, কবি আসাদ মান্নান ও কবি শাহ মোহাম্মদ সানাউল হক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও ছড়াকার ইউসুফ আলী এটম, কবি ফজলুল হক কাশেম, ও প্রাবন্ধিক তারাপদ আচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক জোট এর সভাপতি ভবানী শংকর, সমাজসেবক মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, উদযাপন পরিষদ এর সদস্য সচিব কবি শফিকুল ইসলাম আরজু, কবি কামাল সিদ্দিকী, যুগ্ম আহবায়ক আহম্মেদ রউফ, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ভূইয়া, সদস্য ইকবাল হোসেন রমেজ, মামুন বাবুল, রাজলক্ষ্মী, উপকমিটির সমন্বয়ক আল আশরাফ বিন্দু, সম্পাদনা পর্ষদ এর অর্থ কমিটির ইকবাল হোসেন রোমেছ, এমডি সোহেল, আপ্যায়ন কমিটির এড. মনিকা গাঙ্গুলী।

দুপুর দুটা হতে রাত্র আটটা পর্যন্ত নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান হতে আগত লেখকদের স্বরচিত কবিতা পাঠে উৎসবমুখর হয়ে উঠে আন্তর্জাতিক লেখক সন্মেলন ।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD