শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুসারে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে বাম চোখের আলো হারিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। গত শনিবার (২৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা মোড়ে অবস্থানকালে তিনি গুলিবিদ্ধ হোন।
ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা মোড়ে ঢাকার প্রবেশপথে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। সেখানে পুলিশের বাঁধাপ্রাপ্ত হোন। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিতে গুলি ছুড়লে কয়েকটি স্প্লিন্টার আঘাত করে টিটুর দুই চোখে। এ ঘটনায় টিটুর বাঁ চোখ বেশী ক্ষতিগ্রস্ত হয়। এখন তিনি তার বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। তার ডান চোখে ল্যাসিক করা হয়েছে।
এদিকে এক চোখের আলো হারিয়ে হতাশ হয়ে পরেছেন শহিদুল ইসলাম টিটু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মী ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়ে লিখেছেন প্রিয় ভাই ও সহযোদ্ধারা আমি জানি আপনারা আজকে কয়েকদিন যাবত আমার জন্য দোয়া করছেন। আপনারা জানেন আমার গুলিবিদ্ধ দুটি চোখ অপারেশন হয়েছে। এর মধ্যে ডান চোখে আংশিক দেখতে পাই কিন্তু বাম চোখে কিছুই দেখতে পাই না। আপনাদের কাছে আমার কোন চাওয়া পাওয়া নেই, শুধু এইটুকই চাওয়া জুম্মার দিন যার যার এলাকার মসজিদে আমার জন্য দোয়া করাবেন যেন আল্লাহ পাক আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। রাজধানীর ঢাকায় একটি হাসপাতালে ভর্তি আছেন বিএনপির এই নেতা। আহত টিটুর স্ত্রী আফরোজা ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই এভাবে গুলি করে আমার স্বামীর চোখ অন্ধের পথে নিয়ে গেল পুলিশ। এ বিচার কাকে দেব? কে করবে? তার (টিটু) দুটি চোখের অবস্থাই খারাপ। এতটাই ব্লিডিং হয়েছে, উনার কতটুক পর্যন্ত রক্তক্ষরণ হয়েছে সেটি এক্সরে, এমআরআই করেও ধরা যাচ্ছে না। উনার ডান চোখে ল্যাসিক করানো হয়েছে। বাঁ চোখের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেছেন।
জানা গেছে, গত শনিবার (২৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা মোড়ে কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুসারে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের জন্য গেলে বিএনপি নেতাদের মূল সড়কে উঠতে বাধা দেয় পুলিশ। এসময় বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ ও পরে বিএনপি নেতারা ইটপাটকেল ছুড়লে গুলি করে পুলিশ। এতে টিটুর দুই চোখে ছিটা গুলির স্প্লিন্টার আঘাত লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। রোববার (৩০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল হক বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন। এতে ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Leave a Reply