শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

তল্লায় ঈদ পূর্ণ মিলনী

নিজস্ব প্রতিবেদকঃ  মডেল ক্যাপিটেল ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুজ্জামান মাসুদ এর উদ্যোগে ৫ মে বৃহস্পতিবার শহরের ১১ নং ওয়াড তল্লা ছোট মসজিদ এলাকায় সবস্তরের পেশাজিবী মানুষকে নিয়ে ঈদ পূণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ১১ নং ওয়াড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম ( ছক্কু) এর সভাপতিত্বে প্রধান অতিথি মোঃ মাসুদুজ্জামান বলেন, গত ২ বছর ধরে করোনাকালীন সময়ে কোভিড-১৯ এর জন্য  এই অনুষ্ঠানটি স্থগিত ছিল। তবে আল্লাহ যদি আমাকে না বাচিয়ে ও রাখে আমি চাই সকলের সহযোগীতায় প্রতি বছর ঈদের ৩ য় দিন ঈদ পূণমিলনী অনুষ্ঠানটি যাতে অব্যাহত থাকে। এমনকি এই অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য কেউ চাউল দিয়ে,  কেউ ডাল দিয়ে বা কেউ আলু দিয়ে সহযোগীতা করতে পারেন। সকলের সমন্বয়ে ইনশাআল্লাহ অনুষ্ঠানটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আর আমার এলাকারবাসীর কাছে অনুরোধ আমাকে কেউ শিল্পপতি মাসুদ বলবেন না। আমাকে শহরে বা ঢাকা শহরের মানুষ আমাকে শিল্পপতি বলে থাকে বলুক। তবে আমার এলাকাবাসীর কারো আমি সন্তানের মতো কারো ভাইয়ের মতো এতটুকুর মধ্যে আমি থাকতে চাই। মৃতু্ৎর আগেই আপনাদের কাছে আমি বলে যেতে চাই আমি মৃতুৎবরন করলে আমার জানাযার নামায যেন কিল্লা শাহী মসজিদে যাতে অনুষ্ঠিত হয়। পরিশেষে উপস্থিতি সকলের মঙ্গল, সুস্থতা ও দীঘায়ু কামনা করে বক্তব্যে শেষ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো মডেল ক্যাপিটেল ম্যানেজম্যান্টের উন্নয়ন শাখার জেনারেল ম্যানেজার মোঃ মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১ নং ওয়াড কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম, ১০ নং ওয়াড কাউন্সিলর মোঃ ইখতেখার আলম খোকন, ১২ নং ওয়াড কাউন্সিলর মোঃ শওকত হাসেম শকু, ১৪ নং ওয়াড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, ২১ নং ওয়াড কাউন্সিলর মোঃ শাহীন শাহ পারভেজ, ৪,৫ ও ৬ নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ১৯,২০ ও ২১নং ওয়াড মহিলা কাউন্সিলর শিউলী, ২২,২৩ ও ২৪ নং ওয়াড মহিলা কাউন্সিলর অংকন ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়াড মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ। অনুষ্ঠানে  বীরমুক্তিযোদ্ধা  কমান্ডার এডভোকেট নূরুল হুদা ও  নারায়ণগঞ্জ জেলার আওয়ামীলীগ নেতা মোঃ সামছুজ্জামান ভাষানী তাদের বক্তব্যের মধ্যে বলেন, মাসুদ শুধু এই এলাকায় নয় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সামাজিক কাযক্রম চালিয়ে যাচ্চ্ছেন বিশেষ করে করোনাকালীন সময়ে সব পেশাজিবী মানুষের পাশে দাড়িয়েছেন। এখনো গুরুত্ব ভূমিকা পালন করে যাচ্ছেন যা নজিরবিহীন বলা চলে। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো  এডভোকেট ইব্রাহীম, বীরমুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, মোঃ কুতুবউদ্দীন আহমেদ, মোঃ শওকত মাষ্টার, মোঃ সারোয়ার মোজাহিদ মুকুল, মোঃ ঈসলোউদ্দিন ঈছা,মাঈনুউদ্দীন,  মোঃ মনিরুল ইসলাম সজল, মুক্তি, মোঃ জাহাঙ্গীর আলম, কবীর হোসেন বকুল, মোঃ আসলাম, মোঃ সোহেল, মোঃ রবিন, মোঃ দিপু, মোঃ নাঈম, মোঃ কামাল, মোঃ আজাদ সহ বিভিন্ন ওয়াড থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD