নারায়ণগঞ্জের খবরঃ
উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে নারায়ণগঞ্জের তিন উপজেলায় ভোট চলাকালীন সময়ে বিভিন্ন অপরাধে চারজনকে সাজা প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট চলাকালীন সময়ে তাঁদের সাজা প্রদান করা হয়।
সূত্র জানায়,আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর এজেন্টকে মারধর করায় জাহিদুল ইসলাম ভূঁইয়া নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত যুবক লক্ষীবরদী এলাকার মৃত ছমিরউদ্দীন ভূঁইয়ার ছেলে । শ্ভৃুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে তাকে এ সাজা দেয়া হয়।
রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম নামে দুই যুবককে আটক করা হয়েছে। দুপুরে উপজেলার মাঝিনা মৌজার আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি জানান, সকালের দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক কোন পোলিং এজেন্ট ছিলেন না।
অপরদিকে, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হয় কবিরের পুত্র আবু হানিফ (১৯)। আটকৃত যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের দলরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জাল দিতে আসা যুবকের নাম আবু হানিফ, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক। সে ঘোড়া প্রতীকে জাল ভোট দিতে গিয়ে ধরা পরে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
Leave a Reply