শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার কুতুবপুরে পিস্তলের গুলি ফুটিয়ে ভারাইল হওয়া যুবক সোহানকে তিন বছরেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখনো প্রকাশ্যে চলছে তার চলাফেরা। ওই ঘটনার পর আলোচনায় আসা সোহানের রয়েছে বিশাল একটি গ্যাং। সোহান বাহিনীর সদস্যরা কুতুবপুরের বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর।
২০১৯ সালের নভেম্বর মাসে একটি পিস্তল দিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়েন। প্রায় ৫ সেকেন্ডের ভিডিওতে একটি গুলি ছুড়তে দেখা যায় তাকে। পুলিশ নিশ্চিত হয়েছে ভিডিওটি বেশ কয়েকদিন আগের। তবে পুলিশ বলছে, আগের হলেও এটা আইনগত দণ্ডনীয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওয়ের সূত্র ধরে এক যুবককে পুলিশ খুঁজতে থাকে। কিন্তু, ঘটনা প্রকাশেরপর পরই সোহান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সোহান নামের ওই যুবককে ধরতে কয়েক দফা তার বাড়িতে হানা দিলেও তাকে পায়নি পুলিশ। সোহান এলাকার জাহাঙ্গীরের পুত্র।
Leave a Reply