নারায়ণগঞ্জের খবরঃ
নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জে তান্ডব চালিয়ে ক্ষতিসাধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪আসনের সাংসদ শামীম ওসমান এবং নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী। বুধবার বিকেলে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
টানা ৫দিনের তান্ডবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস,যুব উন্নয়ন, পোশাক কারখানা,পাঠাগার, পিবিআইয়ের কার্যালয়, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক তান্ডব চালিয়েছে দূবৃর্ত্তরা। কয়েকদিনের তান্ডবে অসংখ্য হতাহতের ঘটনাও ঘটেছে।
বুধবার ধংসযজ্ঞ দেখতে এসে সাংসদ শামীম ওসমান বলেন, আমরা পরাজিত শক্তি না, জামাত-বিএনপি এতো জঘন্য কাজ করতে পারে আমাদের জানা ছিল না, বিএনপি-জামাতকে খুঁজে বের করা হবে, আর ছাড় দেয়া হবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে হামলা,ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী। গত ১৯ জুলাই রাতে দুর্বৃত্তরা নগর ভবনে আগুন দেয়। এতে সিটি করপোরেশনের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, নগর ভবনের সামনে রাখা চারটি গাড়ি ও ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তন, দোয়েল প্লাজায় ভাঙচুর করা হয়েছে। এছাড়া ১ কিলোমিটার পর্যন্ত রাস্তার ডিভাইডার ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সিটি করপোরেশনের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিটি করপোরেশনের প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগর ভবন ছাড়াও করপোরেশনের আরও কয়েকটি স্থাপনায় আগুন ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আইভী বলেন, এ ধরনের রাজনীতি যারা করে, ভাঙচুর করে, হত্যা করে যারা দেশের সম্পদ বিনষ্ট করে, তারা তো দেশপ্রেমিক হতে পারে না। আমি মনে করি এটি জঘন্যতম কাজ।
Leave a Reply