নারায়ণগঞ্জ শহরে পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ কটছে শিক্ষার্থীরা। বুধবার সকালে শহীদ মিনার থেকে নতুন এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সড়কে শৃঙ্খলতা ফেরাতে কাজ শুরু করেন। নারায়ণগঞ্জ জেলা রোভারে কমিশনার আরিফ মিহিরের দিক নিদর্শনা নিয়ে কাজ শুরু করেন শিক্ষার্থীরা।
পৃথক টিম গঠন করে কাজ শুরু হয়। কেউ সড়কের শৃঙ্খলা ফিরাতে ট্রাফিকের ভূমিকা পালন করছে, কেউ বিজয়স্তম্ভ, শহীদ মিনার,সড়কের ফুটপাত পরিস্কারে ব্যস্ত রয়েছে। এভাবে পুরো শহর জুড়ে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল থেকে নতুন করে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার সকালে আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ নতুন এক বাংলাদেশ গঠনের শপথ নেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রোভারের সাধারণ সম্পাদক এইচ এম ফারুক।
Leave a Reply