নারায়ণগঞ্জের খবরঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মোহাম্মদ হাসান (২৭) নামে এক কারবারিকে আটক করেছে র্যাব-১১। রবিবার দিবাগত ভোর রাতে এক বিশেষ অভিযানে উপজেলার চানপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ হাসান নোয়াখালি জেলার কবিরহাট থানার নতুন সাজের হাট সৈয়দপুর এলাকার সৈয়দ জহির উদ্দিনের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই সে মাদকদ্রব্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকে।
Leave a Reply