শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তিনটি হত্যা মামলা দায়ের হয়েছে। ভিন্ন ভিন্ন ঘটনা উল্লেখ করে জেলার আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লায় এসব মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দিপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান, কাউন্সিলর শাহজালাল বাদল, মতিউর রহমান মতিসহ ৫১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শিমরাইল এলাকায় হাফেজ সোলায়মান (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার দুলাভাই শামীম কবির বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মামলাটি করেন।
ছাত্র আন্দোলনে পারভেজ হেসেন(২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পারভেজ হোসেন (২৩) হত্যার ঘটনায় তাঁর বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।
আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী বাবুল মিয়াকে হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪ এমপি সহ ১৩১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুপ্তারা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু।
ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৬টি মামলা করা হয়েছে, যার ১৫টিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। ১৫ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।
Leave a Reply