শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে হরতাল চলাকালে সংঘর্ষ, ভাংচুর 

নারায়ণগঞ্জের খবরঃ
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের  দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়াশেল,ফাঁকা গুলি করেছে। এসময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রায় ২০জন নেতাকর্মী আহত হয়েছে। গ্রেফতার হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একজন কাউন্সিলরসহ ৬জন।
সূত্র জানায়, রোববার সকাল ৮টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল  বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মহানগর যুবদলের নেতা ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। ভোর সাড়ে ৬টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবালের নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ ইকবালসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহরের মিশনপাড়া এলাকায় একটি মিছিল বের করে। এসময় বিএনপির নেতাকর্মীরা উৎসব ও বন্ধু পরিবহনের দুইটি বাস ভাংচুর করে।
হরতালের সমর্থনে বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ঢাকা – সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষে পুলিশের ছড়া গুলিতে গুলিবিদ্ধ হন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ খান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুবদল নেতা মুছা সিরাজী, মীর মেহেদী হাসানসহ অন্তত ১৫ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আহত হয় ।
ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভুইগড়ে হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  এসময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভুঁইয়া শতাধিক নেতাকর্মী।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে।
পুলিশ নিজের কাজ করতে এগিয়ে গেলে ওরা পুলিশের ওপরও হামলা করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD