শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: করোনা সংক্রমণ ঠেকাতে সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। মূল সড়কে টহল দিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছেন তারা। বিনা কারণে ঘর থেকে বের হওয়া লোকজনদের সতর্ক করে দিচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাবাহিনী শহরে টহল দেয়। পরে তারা চাষাড়া মোড়ে অবস্থান করে বিভিন্ন যানবাহন তল্লাশি করে।
সকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সঙ্গে আলোচনা শেষে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা নামেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী সদস্যরা মাঠে কাজ শুরু করেন।
চাষাড়ায় ডিউটিরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, কঠোর বিধিনিষেধে নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুরো জেলায় ২০টি মোবাইল টিম কাজ করছে। প্রতিটি টিমে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তাদেরকে নিয়ে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
Leave a Reply