শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: ফতুল্লার শিশুদের ঝগড়া থামাতে গিয়ে আবু তাহের নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়ার সূত্র ধর বড়োদের মধ্যেও ঝগড়া শুরু হয়। বিষয়টি আবু তাহের দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার পরিবারের লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে।
এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply